izmir kizlar
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam inönü üniversitesi taban puanları

আট লাখ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

yaba-20191213100453.jpg

টেকনাফ প্রতিনিধি।।

টেকনাফে অভিযান চালিয়ে ৮ লাখ ১০ পিস ইয়াবাসহ চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃতরা হলেন- নুর আলম প্রকাশ নুর হাফেজ (৩০), মো. সোহেল (২৭), সৈয়দ নুর (২৮) ও সৈয়দ আলম প্রকাশ কালু (৪৫)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে টেকনাফের রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান জানান, আটককৃতদের মধ্যে নুর হাফেজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তাদের কাছ থেকে ইয়াবাসহ ৬টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

অভিযানে অংশ নেয়া র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, গ্রেফতার চারজনের মধ্যে নুর হাফেজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবার গডফাদার ও মাদক ব্যবসায়ী। নুর হাফেজ রোহিঙ্গা নাগরিক আবদুল হাকিম ডাকাতের সেকেন্ড ইন কমান্ড। আবদুল হাকিম ডাকাত নুর হাফেজের মাধ্যমে বাংলাদেশে ইয়াবা ব্যবসা করে আসছে। মিয়ানমার থেকে ইয়াবাগুলো নিয়ে আসা হয়েছে ভোররাতে। এগুলো রিসিভ করে নিয়ে যাওয়ার পথে তাদের আটক করা হয়েছে। তাদের কাছে দুইটি বিদেশি পিস্তলসহ ছয়টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি পাওয়া গেছে। এটি র‌্যাব-৭ এর চলতি বছরের সবচেয়ে বড় অভিযান বলে জানান তিনি।

Top