izmir kizlar
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam inönü üniversitesi taban puanları

শহরে ১০০ অসহায় পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঐক্য পরিষদ

2020-05-21-22.51.29.jpg

সংবাদদাতা।।

কক্সবাজার শহরে করোনা পরিস্থিতিতে ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ১নং ওয়ার্ড ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (২১মে) বিকালে পুর্ব মধ্যম কুতুবদিয়াপাড়ার অসহায় মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ঐক্য পরিষদের সভাপতি আজিজ উদ্দিন জানান, করোনার শুরু থেকে এই অবধি অসহায় মানুষের পাশে সাধ্যমত দাঁড়াতে চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় আজও ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। আগামীতেও এ ধরনের সহযোগিতা অব্যহত থাকবে। দাতা সংস্থার অসহায় মানুষের সাহার্য্যে এগিয়ে আসার জন্য ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ
ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এদিকে,পৌরসভাধীন ১নং ওয়ার্ড ঐক্য পরিষদ এর উদ্যোগে ও সমাজ সেবক আতিক উল্লাহ কোম্পানী সার্বিক ব্যবস্থাপনায় এবং দাতা সংস্থার সহযোগীতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, চনা, তেল, ময়দা, সুজি, সেমাই ও দুধ।

এতে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আতিক উল্লাহ কোম্পানী, পরিষদ সভাপতি আজিজ উদ্দিন, সহ-সভাপতি মোঃ হারুন, যুগ্ম-সম্পাদক মোঃ ফারুক, আবদুল আলিম, মোঃ শাহিন, বেলাল হোসাইন, মোঃ ফোরকান প্রমুখ।

Top