izmir kizlar
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam inönü üniversitesi taban puanları

কাউন্সিলর হেলাল উদ্দিন কবিরের ঈদ শুভেচ্ছা

received_318129062512993.jpeg

নুরুল আবছার।।

কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও
ঈদ মোবারক জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল
মেয়র হেলাল উদ্দিন কবির।

ঈদ সকলের জীবনে সুখ-শান্তি সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করেন তিনি বলেন, মুসলিমদের সবচেয়ে বড় দুইটি ধর্মীয় উৎসবের মধ্যেই একটি ঈদ-উল ফিতর। বিশ্ব মুসলিমের কাছে ঈদুল ফিতর হল সবচেয়ে বড় ত্যাগের উৎসব। এই পবিত্রময় দিনে একে অপরের প্রতি হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর সমাজ গড়ে তোলার আহবান জানান তিনি।

হেলাল উদ্দিন কবির আরো বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতি মানুষের জীবনমানকে উলটপালট করে দিয়েছে। মরণব্যাধি এই করোনা ভাইরাসের কারণে আমরা প্রত্যেকে ঘরবন্দি। মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ সামগ্রী আসা মাত্রই আপনাদের হাতে পৌঁছে দিব। আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এলাকাবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলকে সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে ঈদ উদযাপনের অনুরোধ জানান তিনি।

Top