izmir kizlar
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam inönü üniversitesi taban puanları

কুতুবদিয়াবাসীকে ওসি দিদারুল ফেরদৌস’র ঈদ শুভেচ্ছা

received_530936454515599.jpeg

বিশেষ প্রতিবেদক।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুতুবদিয়া থানা পুলিশের পক্ষ থেকে দ্বীপ উপজেলা কুতুবদিয়াবাসীকে ঈদের শুভেচ্ছাসহ ঈদ মোবারক জানিয়েছেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দিদারুল ফেরদৌস।

রবিবার (২৪ মে) বিকেলে এই ঈদ শুভেচ্ছা বার্তা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ আনন্দ ধনী-গরীব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ-পবিত্র ঈদুল ফিতর আমাদের এ শিক্ষা দেয়। এ শিক্ষায় উদ্বূদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে এ সংকটময় মুহুর্তে সবাই নিয়োজিত থাকুন,এই প্রত্যাশা করছি।

পবিত্র ঈদুল ফিতরে সরকার নির্দেশিত যাবতীয় স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে ঈদ পালন করার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, যারা করোনা পরিস্থিতিতে দ্বীপস্থ নিজের বাড়িতে লকডাউনের কারণে ঈদ উদযাপন করতে আসতে পারেননি, আপনারা যে যেখানে থাকুন-ভাল থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ আপনাদের হেফাজত করুক। সেই সাথে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি। যার যার ঘরে ঈদ পালন করুন,তবে
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে কোলাকুলি ও হ্যান্ডশেক পরিহার করুন। নিজে নিরাপদ থাকুন,অপরকেও সুস্থ রাখুন।

Top