izmir kizlar
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam inönü üniversitesi taban puanları

করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরো ৯ জন

Screenshot_2020-05-27-20-06-30-1.png

নুরুল হক সিকদার।।

রামু আইসোলেশন সেন্টার থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরো ৯ করোনা রোগি। ২৭ মে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যান বলে জানান রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া।

তিনি জানান,জেলায় করোনা আক্রান্তের হার বেশি হলেও ভাল খবর হচ্ছে সুস্থতার হার অনেক বেশি। খুব বেশি ঝুকি পূর্ন কম রোগি আছে। ইতোমধ্যে যারা মারা গেছে তাদের বেশির ভাগই বার্ধক্য জনিত নানান রোগ ছিল।

তিনি আরো জানান, নতুন করে ৯ জন করোনা রোগি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে তার মধ্যে সদর উপজেলার ৭ জন,পেকুয়া উপজেলার ১ জন এবং টেকনাফ উপজেলার ১ জন।

এছাড়া, হোম আইসোলেশনে থাকা রোগিদের মধ্যে বেশির ভাগই সুস্থ বলে জানান তিনি। উল্লেখ্য ইতি মধ্যে ৩৯ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।

Top