izmir kizlar
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam inönü üniversitesi taban puanları

কক্সবাজার জেলা অনূর্ধ-১৯ ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জুয়েল সড়ক দুর্ঘটনায় নিহত

FB_IMG_1590830513909.jpg

নুরুল আবছার।।

কক্সবাজার জেলা অনূর্ধ-১৯ ফুটবল দলের অধিনায়ক সম্প্রতী শেষ হওয়া যুব গেমস ফুটবলের জেলা অধিনায়ক কৃতি ফুটবলার মোহাম্মদ জুয়েল ইন্তেকাল করেছেন। নিহত জুয়েল শহরের তারাবনিয়ার ছাড়ায় মৃত মোঃ নুরুল হকের ছেলে।

শনিবার (৩০মে) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহতের ভাই মোঃ সোহেল জানান, জুয়েল সকালে ঘর থেকে বের হয়েছে। পরে জানা গেছে বাংলা বাজার ব্রীজের পাশে মটর সাইকেল নিয়ে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় পতিত হয় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে তাকে মৃত ঘোষনা করা হয়। এদিকে হঠাৎ করে কৃতি ফুটবলারের মৃত্যুতে শোক নেমেছে ক্রীড়াঙ্গনে পরে বিভিন্ন ক্রীড়ামুদিরা তাকে একনজর দেখতে হাসপাতালে ভীড় করে।

এদিকে,জেলার কৃতি ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ সকল কর্মকর্তারা। জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান,সাধারণ সম্পাদক শফিউল্লাহ শফি,কৃতি ফুটবলার ইসমাঈল জাহেদ সহ বিভিন্ন ক্রীড়ামুদিরা।

Top