izmir kizlar
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam inönü üniversitesi taban puanları

কলেজের জমিতে অবৈধ স্থাপনা ভেঙে দিল কলেজ প্রশাসন ও কলেজ ছাত্রলীগ

FB_IMG_1594129115624.jpg

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার সরকারি কলেজের জমিতে অবৈধভাবে দখল হয়ে যাওয়া জমিতে নির্মিত স্থাপনা ভেঙে দিল কক্সবাজার সরকারি কলেজ প্রশাসন ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ।

মঙ্গলবার (৭জুলাই) সকাল ১০ টায় কক্সবাজার সরকারি কলেজ প্রশাসন ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ যৌথভাবে উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চালায়।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জানান, কলেজের অপরাপর যে সকল জমি দখল করেছে তা উচ্ছেদ করতে মানববন্ধন, স্মারকলিপিসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব৷

কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মুফিদুল আলম জানান, পর্যায়ক্রমে কলেজের অবৈধ দখল হওয়া সকল জমি কলেজ প্রশাসন ও কলেজ ছাত্রলীগের সহযোগিতায় উদ্ধার করা হবে। কলেজের দখল হওয়া জমি উদ্ধার করতে সহযোগিতা করায় কলেজ ছাত্রলীগকে ধন্যবাদ জানান৷

উল্লেখ্য,কক্সবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সৌম এবং কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

Top