izmir kizlar
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam inönü üniversitesi taban puanları

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আর নেই

IMG_20200710_004257.jpg

সিএনটি ডেস্ক।।

গত ২ জুন জ্বর,অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাইডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়।

এরপর তার অধিকতর উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসা নেন। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গতঃ তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আওয়ামীলীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি দায়িত্ব পালন করেন। সারা শরীর জীবনে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ে তিনি মন্ত্রণালয়ের এবং সচিবের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তাঁর বয়স ৭৭ বছর। ১ মার্চ ১৯৪৩ সালে কুর্মিটোলা,ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন।

Top