izmir kizlar
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam inönü üniversitesi taban puanları

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত

Screenshot_2020-05-22-14-44-51-1.png

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহতের খবর পাওয়া গেছে। নিহতরা হলেন,
চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার আমিনুল হকের দুই পুত্র আমানুল ইসলাম (৩৪) ও আজিদুল হক (২৬)।

সুত্রে জানা গেছে,বন্দুকযুদ্ধের ঘটনায় দূইজন লোক আহত হয়। আহত অবস্থায় তাদের টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুফিয়া আক্তার রুপা উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করে। কক্সবাজার সদর হাসপাতালের পৌঁছলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

Top