izmir kizlar
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam inönü üniversitesi taban puanları

কক্সবাজার শহরে ইয়াবাসহ এক যুবক আটক

IMG_20200717_145840.jpg

নুরুল আবছার।।

কক্সবাজার শহরে ২ হাজার পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক যুবক মোঃ ফয়সাল (২২) সদরের চৌফলদন্ডী ইউনিয়নের কালু ফকিরপাড়া ৭ নম্বর ওয়ার্ডের ফরিদুল আলমের ছেলে।

১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় শহরের হলিডে মোড় সানমুন হোটেলের সামনে হতে তাকে আটক করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ইয়াবাসহ আটক যুবক মোঃ ফয়সালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Top