izmir kizlar
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam inönü üniversitesi taban puanları

কক্সবাজার সদর হাসপাতালে যুক্ত হলো ‘সিটি স্ক্যান’ মেশিন

citi-scan-mojib-mayor.jpg

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার সদর হাসপাতালে যুক্ত হয়েছে ‘সিটি স্ক্যান’ মেশিন। চিকিৎসা সেবায় এগিয়ে গেল আরো একধাপ এগিয়ে গেলো এই হাসপাতালটি। এরই মধ্য দিয়ে জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবা অনেকটা স্বয়ংসম্পূর্ণ বলে দাবী করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা ।

হাসপাতাল সুত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে ‘সিটি স্ক্যান’ মেশিনের সেবা না পেয়ে রোগীরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালমুখি ছিল। বিশেষ করে,গরীব-নিম্নবিত্ত মানুষদের পড়তে হয়েছে চিকিৎসা বিড়ম্বনায়। এখন থেকে সরকারী স্বল্পমূল্যে সিটি স্ক্যান করাতে পারবে রোগিরা।

৩ আগষ্ট দুপুরে সদর হাসপাতালে নতুন সংযোজন
‘সিটি স্ক্যান’ মেশিন পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অনুপম বড়ুয়া, সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ জাকির হোসেন, সহকারী পরিচালক ডাঃ রফিক-উস-সালেহীন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোহাম্মদ শাহিন আবদুর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক ডাঃ আয়ুব আলী ও ডাঃ উসমানুর রশীদ।

Top