সদর প্রতিনিধি।।
এসএসসি ও সমমানের পরীক্ষায় কক্সবাজার সদরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কক্সবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া।
মঙ্গলবার (১১আগস্ট) হাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঝিলংজার হাজীপাড়া সংবর্ধনা কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীপাড়া কৃতি শিক্ষার্থী সংবধর্না কমিটির আহবায়ক ও ঝিলংজা ২নং ওয়ার্ড আঃলীগ সভাপতি নুরুল আলম।
মোঃ আলমগীর সঞ্চালনায় অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কক্সবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষা একটি স্বপ্নের সিঁড়ি মাত্র। যারা মেধার স্বাক্ষর রেখেছে তাদের আরো বেশি স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা মানুষগুলো কখনো হারে না। আমাদের শিশুরা স্বপ্নের সিঁড়ি বেয়ে নিজের ভবিষ্যত যেমন গড়ে তুলবে, ঠিক দেশ ও জাতির জন্য অবদান রাখতে সক্ষম হবে। তাই শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকা কক্সবাজারের কৃতিত্বের সাথে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থদের জন্য এ সংবর্ধণার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন, সদর উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক মোঃ আবদুল্লাহ, কক্সবাজার পৌর শাখা ১৩নং ওয়ার্ড আঃলীগ সাংগঠনিক মোঃ ইলিয়াছ,কক্সবাজার জেলা তাঁতী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বঙ্গফজল করিম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন-হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কাশেম (বীর মুক্তিযোদ্ধা),হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাশেম আলী,
শাপলাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম,হাজীপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা সুপার মাহমুদ উল্লাহ,কক্সবাজার কলেজিয়েট কেজি স্কুল (২য় শাখা) অধ্যক্ষ সরওয়ার আলম, হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাষ্টার মিজানুর রহমান, মাষ্টার মোঃ ইউনুচ, আবদুর রহিম, আবদুর রহমান, রাহাত বিন ইউনুচ, আজিজুল হক ইমরান, মোঃ হাসান, নুরুল হক সাগর।
উল্লেখ্য, সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।