izmir kizlar
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam inönü üniversitesi taban puanları

কুতুবদিয়া হাসপাতাল গেইট ব্যবসায়ি কল্যাণ সমিতির বর্ষপূর্তি উদযাপন

received_3516105205141462.jpeg

প্রেস বিজ্ঞপ্তি।।

কুতুবদিয়া উপজেলা সদরস্থ বড়ঘোপ হাসপাতাল গেইট এলাকার ব্যবসায়ি কল্যাণ সমিতির ৩য় বর্ষপূর্তি উদযাপন করেছে সংগঠনটি।

রবিবার দুপুরের দিকে এ আয়োজন করা হয়।

বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এতিম শিশুদের ও সংগঠনের সকল সদস্যদের জন্য বড়ঘোপ বাজারস্থ হোটেল নিউ মদিনায় মধ্যভোজের আয়োজন করেন সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন,কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল হাসান, সোনালী ব্যাংক ম্যানেজার, সাংবাদিক এম এ মান্নান, রাসেল খানঁ (জয়),জীপ মালিক সমিতির সাধারণ সম্পাদক নূরুল আনছার কুতুবী, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নেছার কুতুবী,হাসপাতাল গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ফজল কাদের, সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাইসুল ইসলাম রুবেল, কোষাধ্যক্ষ হাফেজ তৌহিদুল ইসলামসহ সংগঠনের সকল সদস্য,গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা।

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ অক্টোবর হাসপাতাল গেইট ব্যবসায়ি কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়ে অত্যান্ত সুনামের সাথে ব্যবসায়িদের স্বার্থে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে।

Top