izmir kizlar
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam inönü üniversitesi taban puanları

উখিয়ায় ৭ কোটি টাকা মুল্যের ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

FB_IMG_1602576296258.jpg

বেলাল আজাদ।।

কক্সবাজার উখিয়ার পশ্চিম থাইংখালী এলাকা থেকে ৭ কোটি টাকা মুল্যের ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে বিজিবি। আটক মাদক ব্যবসায়ী উখিয়ার থাইংখালি মৃত ফকির আহমেদ ছেলে মোঃ সৈয়দ আলম প্রকাশ মনু।

রবিবার (১২ অক্টোবর ) রাত সাড়ে ৯ টায় উখিয়ার পশ্চিম থাইংখালী এলাকার বাড়ী থেকে তাকে আটক করা হয় বলে বালুখালী বিজিবির বিশেষ টহল কমান্ডার মোঃ শাহাজালাল বিষয়টি নিশ্চিত করেন।

কমান্ডার মো: শাহজালাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আটক মাদক ব্যবসায়ী মোঃ সৈয়দ আলম প্রকাশ মনুর বাড়িতে অভিযান চালিয়ে রান্না ঘরের কাছে মাটির নিচে নীল রং ও সাদা রং বালতির ভিতরে অতিকৌশলে লুকানো অবস্থায় ১ লক্ষ ২৮ হাজার
৮শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য ৭ কোটি টাকা প্রায়।

তিনি আরো জানান, ধৃত আসামী থেকে দুই’টি মোবাইলসহ ১৫০০ টাকা উদ্ধার করে। তারা ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে কৌশলে বাংলাদেশে পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Top