izmir kizlar
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam inönü üniversitesi taban puanları

কক্সবাজার পুলিশ সুপারের করোনা ফলোআপ রিপোর্ট পজিটিভ

images.jpg

সিএনটি ডেস্ক।।

কক্সবাজারের নবাগত পুলিশ মোঃ হাসানুজ্জামান করোনা ফলোআপ রিপোর্টে আবারে পজিটিভ হয়েছেন।

১৪ অক্টোবর কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় আবারো ফলোআপ রিপোর্ট পজিটিভ আসে।

তিনি বর্তমানে শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। জানা গেছে, পুলিশ সুপার বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন।

উল্লেখ্য, ৩ অক্টোবর পুলিশ সুপারের দেহে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে।

Top