izmir kizlar
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam inönü üniversitesi taban puanları

কুতুবদিয়ায় শুরু হতে যাচ্ছে ৩ মাস ব্যাপি প্রি-ভোকেশনাল স্কীলস প্রশিক্ষণ

IMG_20201023_195451.jpg

কুতুবদিয়া প্রতিনিধি।

“প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি” এ স্লোগান নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রাণালয়ের অধিনে ৪টি ট্রেড কোর্সে ৩ মাস ব্যাপি প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

২৫ অক্টোবর (রবিবার) দুপুরে বিদ্যুৎ মার্কেটস্থ এলাকায় এই প্রশিক্ষণের উদ্বোধন করা হবে।

প্রকল্প সুত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে বড়ঘোপ ইউনিয়নের ১শ জন বেকার ছেলে মেয়েদের এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে ২ ব্যাচে ইলেকট্রনিক্স এন্ড মোবাইল ফোন সার্ভিসিং,কম্পিউটার এন্ড আইসিটি স্কিলস, ইন্ডাসট্রিয়াল সুইং মেশিন অপারেশন এন্ড টেইলরিং, বিউটি কেয়ারসহ ৪টি ট্রেড কোর্সে ৩ মাস ব্যাপি প্রশিক্ষণ দেওয়া হবে। ক্রমান্বয়ে পুরো কুতুবদিয়া বেকার ছেলে মেয়েদের
এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।

এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সেভ দ্য চিলড্রেন, এনজিও সীপ এর সহযোগিতায় রিচিং আউট- অব- স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের অধীনে প্রি-ভোকেশনাল স্কিলস প্রশিক্ষণ প্রোগ্রামটি শুরু হবে বলে জানা গেছে।

Top