izmir kizlar
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam inönü üniversitesi taban puanları

কক্সবাজারে ভুয়া এসিল্যান্ড আটক

received_3440634352681862.jpeg

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারের সুগন্ধা এলাকা থেকে যতীন্দ্র নাথ দাস (৩৮) নামে ভুয়া এসিল্যান্ডকে আটক করেছে আইন-শৃংখলা বাহিনী।

আটক ভুয়া এসিল্যান্ড বাগেরহাট জেলাধীন চিতলমারী থানার চরকুড়াল তলা এলাকার জিতেন্দ্র নাথ দাসের ছেলে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে তাকে আটক করে স্থানীয় প্রশাসন।

এজাহার সুত্রে জানা গেছে, হােটেল সিগ্যালপাড়া মহল্লা থেকে বছর আগে উচ্ছেদ হওয়া সমাজের সভাপতি ও অন্যান্যরা পূণর্বাসনের বিষয় নিয়ে সদর এসিল্যান্ডের সাথে যোগাযোগ করতে যায়। সেখানে অফিসের ভিতরে কথা বলার সময় ভুয়া এসিল্যান্ড ও উপস্থিত ছিলেন। অফিস থেকে বের হওয়ার পর ধৃত আসামী বাইরে এসে জানায় তিনিই রামুর এসিল্যান্ড। এই সদর এসিল্যান্ড তার বন্ধু এবং কথা বলার সময় সভাপতিকে একপাশে ডেকে নিয়ে পুনর্বাসন করার আশ্বাস দিয়ে ৩ লক্ষ টাকা দাবী করে। বিষয়টি সদর এসিল্যান্ডকে জানান মামলার বাদী সভাপতি আলা উদ্দিন। লোকটি সম্পর্কে জানতে চাইলে উনার তেমন পরিচিত নয় বলে জানান। আটকের আগে তিনি ২৯ অক্টোবর বিকাল ৪ টায় দাবীকৃত টাকা নিয়ে লাবনী পয়েন্টে দেখা করতে বলে। তার সাথে দেখা করলে কাজটি করার জন্য ডিসি ও মেয়রকে বলে দিয়েছে বলে জানান তিনি। সবকিছু তার কথা মতো ঠিকঠাক হয়েছে বিধায় উক্ত টাকা দাবী করে।সভাপতি তার কাছে টাকা দেওয়ার জন্য কিছুদিন সময় চাইলে এবং টাকা না দিলে সুগন্ধা পয়েন্টে উচ্ছেদ মামলায় জড়ানো হবে বলে হুমকি দেয়। পরে তার কথায় বিশ্বাস করে ৩০ অক্টোবর সন্ধ্যা ৭ টায় ২৫ হাজার টাকা দিতে চাইলে তিনি সুগন্ধা পয়েন্টের কড়াই রেষ্টুরেন্টের সামনে দেখা করেন। তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লােকজনের সহায়তায় তাকে ধৃত করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি রামু থানার এসিল্যান্ড বলে দাবী করে। এ বিষয়ে বাদি সদর মডেল থানায় মামলা দায়ের করে,যার নং-৭০।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কক্সবাজার সদর মডেল থানার এসআই মানিক কুমার চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Top