শুভ নববর্ষ ২০১৮ ইংরেজী। কক্সনিউজটুড়েডটকম’র পাঠক, বিজ্ঞাপনদাতাসহ সকল শুভানুধ্যায়ীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা । নতুন বছর হোক আনন্দময় ও নিরাপদ। আপনাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। -সম্পাদক. স্বাগত ২০১৮, বিদায় ২০১৭. স্বাগত ২০১৮, বিদায় ২০১৭ ইংরেজী সাল। নববর্ষের সকালটা হোক সূর্যস্নাত, দুর্বিনীত, উদ্দাম, টগবগে। পুরনো জরাজীর্ণ কুসংস্কার পিছনে ফেলে আমরা এগিয়ে যাবো সামনে।
নববর্ষের এ সকালটা বিশ্বের সকল লোকের কাছে অর্থবহ থাকুক।ইংরেজী নববর্ষ আমাদের নিজস্ব স্বকীয়তার পরিমণ্ডলে আবর্তিত হোক প্রতিটি দিন-এই প্রত্যাশা।
শুভেচ্ছান্তে:
মো.শাহাদত হোছাইন (এম.এ,এম.এড়)
প্রকাশক ও সম্পাদক,
কক্স নিউজ টুড়ে ডটকম-সিএনটি।