izmir kizlar
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam inönü üniversitesi taban puanları

পর্যটনের উন্নয়নে স্থাপিত হচ্ছে ওয়াইফাই

received_2209838822613767.png

কাজল কান্তি দে:

কক্সবাজার জেলাকে ডিজিটাল করার জন্য ওয়াইফাই স্থাপনের নিমিত্ত আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১ জানুয়ারী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভাকক্ষে আলোচনা সভায় কক্সবাজার জেলায় ওয়াইফাই জোন স্থাপনে চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।

এসময় কক্সবাজার উনয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট কক্সবাজার সিটি বাস্তবায়নের অংশ হিসেবে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় এই জোন হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের রূপকল্পে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজার জেলায় ওয়াইফাই জোনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার; যা সত্যি প্রশংসনীয়। এই প্রকল্প বাস্তবায়নের ফলে পর্যটক সেবার পাশাপাশি স্থানীয় জনগণও বর্হিবিশ্বে সম্পর্ক সহজ জানার সুযাগ সৃষ্টি হবে।

উক্ত প্রকল্পর প্রকল্প পরিচালক জানান , সী-বীচ সহ কক্সবাজার শহরর ৩৫টি পয়েন্টে মোট ৭৪টি ডিভাইস স্থাপন করা হবে। ফল পর্যটকসহ সাধারণ জনগণ বিনামূল্য ইটারনট ব্যবহারের সুযোগ পাবে।

সভাপতি এ বিষয় সকলর মতামত চাইল উপস্থিত সদস্যরা কউকের এ সুদুরপ্রসারী উদ্যাগকে স্বাগত জানান এবং এ উদ্যাগ পর্যটকসহ স্থানীয় জনগণের মাঝে সুদুরপ্রসারী প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন।

সভায় আরো উপস্থিত ছিলন কক্সবাজার উনয়ন কর্তপক্ষর সদস্য (প্রকশল) ল: কর্নল মাহাম্মদ আনায়ার উল ইসলাম; কক্সবাজার উনয়ন কর্তপক্ষর সচিব (উপ সচিব) আবু জাফর রাশেদ; জেলা প্রশাসকর প্রতিনিধি জিনাত শহীদ পিংকি, সহকারী কমিশনার; মহিদুর রহমান খান, প্রকল্প পরিচালক সিলেট ডিজিটাল সিটি প্রকল্প; পুলিশ সুপারর প্রতিনিধি বাবুল চদ্র বণিক, এএসপি (ট্রাফিক); মোহাম্মদ আবু তাহের, সভাপতি কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন; মো: রুহুল আমিন, পুলিশ পরিদর্শক ডিএসবি কক্সবাজার; এম. সাকের আহমদ, ইন্সপক্টর ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার; নঈমুল হক চৌধুরী টুটুল, সভাপতি জাসদ কক্সবাজার; মোঃ হেলাল উদ্দিন, প্যানেল মেয়র কক্সবাজার পরসভা; এএইচএম মাস্তফা কামাল, সহকারী প্রকশলী বিদ্যুৎ উনয়ন বোর্ড; মাহাম্মদ নুরুল আলম, নির্বাহী প্রকশলী কক্সবাজার পৌরসভা; মো: আইনুল ইসলাম, কনসালটট, কক্সবাজার উনয়ন কর্তপক্ষসহ আরো অনেকে।

Top